Posts

মাথাব্যথা (গ্লোনয়িন) (Glonoine)

Image
মাথায় ভয়ানক দপদপানি ব্যথা। মনে হয় যেন মাথা চূর্ণ হয়ে যাবে। মাথাব্যথা পিছন দিক থেকে শুরু হয়ে সামনের দিকে অর্থাৎ কপালের দিকে অগ্রসর হয়। রক্ত হঠাৎ তীব্র বেগে মাথায় সঞ্চালিত হয়, সেই রক্ত সঞ্চালন ক্রিয়ার বাধা হলে ওই প্রকার মাথাব্যথা হয়ে থাকে। মাথাব্যথা রোগী যে কেবল মুখে বলে তা নয়, মাথায় হাত দিলেও সে ব্যথা স্পষ্ট বোঝা যায়। মাথায় বা ঘাড়ের শিরায় হাত দিলে বোঝা যায় যে শিরা গুলি ফুলে উঠেছে। মাথা ব্যাথার কারণে রোগীর মুখ লাল বর্ণ দেখায়। গ্লোনয়িনের(Glonoine) রোগী রোদে গেলে তার মাথাব্যথা বাড়ে। মাথাব্যথা সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হয়। বেলেডোনাতে (Belladona) একই রকম মাথাব্যথা আছে। কিন্তু গ্লোনয়িনের(Glonoine) মাথাব্যথা খুবই গুরুতর খুবই গুরুতর। ব্যথা হঠাৎ প্রচন্ড আকার ধারণ করে। কিন্তু খুব শীঘ্রই উপশম হয়। বেলেডোনা এত শীঘ্রই উপশম হয় না। মাথার পিছন দিকে হেলে রাখলে ব্যথা উপশম হয়। গ্লোনিয়নের(Glonoine) মাথায় কাপড় রাখলে রোগীর মাথাব্যথা বাড়ে। রোগী চুপ করে শুয়ে থাকলে ব্যথা একটু উপশম হয়। রোগী অতি সাবধানে নড়াচড়া করে কারণ একটু ঝাকি লাগলে মাথাব্যথা বাড়ে। মাথাব্যথার সাথে না...

মাথাব্যথা (স্পাইজেলিয়া) (Spigelia)

ব্যথা যেখানেই হোক অধিকাংশ ক্ষেত্রে স্নায়ুশুল রূপে প্রকাশ পায়। ইহা স্পাইজেলিয়ার অন্যতম বৈশিষ্ট্য।শিরশুল,দন্তশুল, চক্ষুশুল ঘাড়েব্যথা, প্রভৃতি বেশিরভাগ ক্ষেত্রেই শরীরের বাম দিকেই প্রকাশ পায়। হৃদপিণ্ড শরীরের বাম দিকে বলে অবশেষে তাহা আক্রান্ত হয়। সম্মুখ কপালে এবং মাথায় অসহ্য বেদনা চোখ পর্যন্ত টনটন করে। মনে হয় যেন চোখ বড় হয়েছে। আধা কপালে মাথাব্যথা মনে হয় যেন মাথার চারদিক ফিতা দিয়ে বাধা। মাথার পিছন দিক থেকে গ্রীবার উপরিভাগ হতে শুরু হয়ে মাথার উপর দিয়ে শেষে চোখের উপরে অবস্থান করে। সূর্যের তাপ বৃদ্ধির সাথে সাথে ব্যথাও বাড়ে। আবার সূর্যাস্তের সাথে সাথে ব্যথা কমতে থাকে। চোখ দিয়ে পানি পড়ে,সামান্য শব্দ বা নড়াচড়ায় ব্যথা বেশি হয়। বি.দ্র: ধাতুগত বৈশিষ্ট্য খেয়াল রাখবেন।

মাথাব্যথা (নেট্রাম মিউর.)(Natrum Mur.)

অনেক দিনের মাথাব্যথা,আধা কপালে মাথাব্যথা এবং শিরা বেদনায় নেট্রাম মিউর খুবই উপকারী। কপালে ও মাথার তালুর ভয়ানক বেদনা ও দপদপ করে। অনেক সময় সকালের ঘুম ভাঙ্গার পর থেকে দপদপানি ব্যথা আরম্ভ হয়, তার সঙ্গে পিপাসা থাকে। রোগী বেদনায় পাগলের মত হয়। নেট্রামে সামনের শিরায় বেদনা বেশি হয়। মনে হয় যেন হাতুড়ি মারছে এবং কপাল এখনি ফাটবে। মাথার তালুর বেদনায় মাথা ভারি মনে হয় এবং চেপে ধরলে একটু ভালো লাগে। বিশেষ দ্রষ্টব্য: ধাতুগত বৈশিষ্ট্য দেখে ঔষধ নির্বাচন করবেন।

মাথাব্যথা (স্যাঙ্গুনেরিয়া ক্যান.)(Sanguinaria Can.)

সূর্যোদয়ের পর হতে মাথাব্যথা আরম্ভ হয়ে ক্রমশ বেলা দুই প্রহর পর্যন্ত অত্যন্ত বৃদ্ধি পেয়ে পরে বেলা তিনটা হতে ধীরে ধীরে হ্রাস হতে শুরু হয় এবং সন্ধ্যায় সম্পূর্ণ ছেড়ে যায়। রোগী বিকালে একটু ঘুমায়, ঘুম‌ হতে উঠে দেখে তার মাথাব্যথা সম্পূর্ণ উপশম হয়েছে। অনেক সময় দেখা যায় প্রচুর পরিমাণে প্রস্রাব হয়েও মাথাব্যথার উপশম হয়। মাথাব্যথা-মাথার পিছন দিক থেকে আরম্ভ হয়ে মাথার উপর দিয়ে ক্রমশ চোখের উপর এসে অবস্থান করে। মাথাব্যথার জন্য রোগী রোদের বা আলকের দিকে তাকাতে পারেনা, মাথা ধব-ধব করে, গা বমি বমি করে ও বমি হয়, এতে শুয়ে থাকলে মাথাব্যথার একটু উপশম হয় স্যাঙ্গুনেরিয়ায় ডান দিকের শিরা,ডান চক্ষুর উপর এবং রোগীর ডান দিক হতে বেদনা শুরু হয়। বাম দিকের ঠিক একই রকম মাথাব্যথায় স্পাইজেলিয়া (Spigelia) উপযোগী। বি.দ্র: ধাতুগত বৈশিষ্ট্য দেখে ঔষধ নির্বাচন করবেন।

GAZI HOMOEO HALL

Image
Assalamualaikum , আমাদের ওয়েবসাইটে আপনাদের স্বাগতম। হোমিওপ্যাথি চিকিৎসা নিতে এবং যে কোন পরামর্শের জন্য যোগাযোগ করুন। Gazi Homoeo Hall,Dumuria Bazar,Dumuria,Khulna WhatsApp Contact No.-01957253775,01576403950(WhatsApp) Email:  gmkabir2@gmail.com Facebook: https://www.facebook.com/profile.php?id=100004428317997 Facebook Page:   https://www.facebook.com/profile.php?id=100086878083821