মাথাব্যথা (স্পাইজেলিয়া) (Spigelia)

ব্যথা যেখানেই হোক অধিকাংশ ক্ষেত্রে স্নায়ুশুল রূপে প্রকাশ পায়। ইহা স্পাইজেলিয়ার অন্যতম বৈশিষ্ট্য।শিরশুল,দন্তশুল, চক্ষুশুল ঘাড়েব্যথা, প্রভৃতি বেশিরভাগ ক্ষেত্রেই শরীরের বাম দিকেই প্রকাশ পায়। হৃদপিণ্ড শরীরের বাম দিকে বলে অবশেষে তাহা আক্রান্ত হয়। সম্মুখ কপালে এবং মাথায় অসহ্য বেদনা চোখ পর্যন্ত টনটন করে। মনে হয় যেন চোখ বড় হয়েছে। আধা কপালে মাথাব্যথা মনে হয় যেন মাথার চারদিক ফিতা দিয়ে বাধা। মাথার পিছন দিক থেকে গ্রীবার উপরিভাগ হতে শুরু হয়ে মাথার উপর দিয়ে শেষে চোখের উপরে অবস্থান করে। সূর্যের তাপ বৃদ্ধির সাথে সাথে ব্যথাও বাড়ে। আবার সূর্যাস্তের সাথে সাথে ব্যথা কমতে থাকে। চোখ দিয়ে পানি পড়ে,সামান্য শব্দ বা নড়াচড়ায় ব্যথা বেশি হয়। বি.দ্র: ধাতুগত বৈশিষ্ট্য খেয়াল রাখবেন।

Comments

Popular posts from this blog

GAZI HOMOEO HALL

মাথাব্যথা (স্যাঙ্গুনেরিয়া ক্যান.)(Sanguinaria Can.)

মাথাব্যথা (নেট্রাম মিউর.)(Natrum Mur.)