মাথাব্যথা (নেট্রাম মিউর.)(Natrum Mur.)

অনেক দিনের মাথাব্যথা,আধা কপালে মাথাব্যথা এবং শিরা বেদনায় নেট্রাম মিউর খুবই উপকারী। কপালে ও মাথার তালুর ভয়ানক বেদনা ও দপদপ করে। অনেক সময় সকালের ঘুম ভাঙ্গার পর থেকে দপদপানি ব্যথা আরম্ভ হয়, তার সঙ্গে পিপাসা থাকে। রোগী বেদনায় পাগলের মত হয়। নেট্রামে সামনের শিরায় বেদনা বেশি হয়। মনে হয় যেন হাতুড়ি মারছে এবং কপাল এখনি ফাটবে। মাথার তালুর বেদনায় মাথা ভারি মনে হয় এবং চেপে ধরলে একটু ভালো লাগে। বিশেষ দ্রষ্টব্য: ধাতুগত বৈশিষ্ট্য দেখে ঔষধ নির্বাচন করবেন।

Comments

Popular posts from this blog

GAZI HOMOEO HALL

মাথাব্যথা (স্যাঙ্গুনেরিয়া ক্যান.)(Sanguinaria Can.)