মাথাব্যথা (স্যাঙ্গুনেরিয়া ক্যান.)(Sanguinaria Can.)
সূর্যোদয়ের পর হতে মাথাব্যথা আরম্ভ হয়ে ক্রমশ বেলা দুই প্রহর পর্যন্ত অত্যন্ত বৃদ্ধি পেয়ে পরে বেলা তিনটা হতে ধীরে ধীরে হ্রাস হতে শুরু হয় এবং সন্ধ্যায় সম্পূর্ণ ছেড়ে যায়। রোগী বিকালে একটু ঘুমায়, ঘুম হতে উঠে দেখে তার মাথাব্যথা সম্পূর্ণ উপশম হয়েছে। অনেক সময় দেখা যায় প্রচুর পরিমাণে প্রস্রাব হয়েও মাথাব্যথার উপশম হয়। মাথাব্যথা-মাথার পিছন দিক থেকে আরম্ভ হয়ে মাথার উপর দিয়ে ক্রমশ চোখের উপর এসে অবস্থান করে। মাথাব্যথার জন্য রোগী রোদের বা আলকের দিকে তাকাতে পারেনা, মাথা ধব-ধব করে, গা বমি বমি করে ও বমি হয়, এতে শুয়ে থাকলে মাথাব্যথার একটু উপশম হয়
স্যাঙ্গুনেরিয়ায় ডান দিকের শিরা,ডান চক্ষুর উপর এবং রোগীর ডান দিক হতে বেদনা শুরু হয়।
বাম দিকের ঠিক একই রকম মাথাব্যথায় স্পাইজেলিয়া(Spigelia) উপযোগী।
বি.দ্র: ধাতুগত বৈশিষ্ট্য দেখে ঔষধ নির্বাচন করবেন।
Comments
Post a Comment