Posts

Showing posts from November, 2022

মাথাব্যথা (গ্লোনয়িন) (Glonoine)

Image
মাথায় ভয়ানক দপদপানি ব্যথা। মনে হয় যেন মাথা চূর্ণ হয়ে যাবে। মাথাব্যথা পিছন দিক থেকে শুরু হয়ে সামনের দিকে অর্থাৎ কপালের দিকে অগ্রসর হয়। রক্ত হঠাৎ তীব্র বেগে মাথায় সঞ্চালিত হয়, সেই রক্ত সঞ্চালন ক্রিয়ার বাধা হলে ওই প্রকার মাথাব্যথা হয়ে থাকে। মাথাব্যথা রোগী যে কেবল মুখে বলে তা নয়, মাথায় হাত দিলেও সে ব্যথা স্পষ্ট বোঝা যায়। মাথায় বা ঘাড়ের শিরায় হাত দিলে বোঝা যায় যে শিরা গুলি ফুলে উঠেছে। মাথা ব্যাথার কারণে রোগীর মুখ লাল বর্ণ দেখায়। গ্লোনয়িনের(Glonoine) রোগী রোদে গেলে তার মাথাব্যথা বাড়ে। মাথাব্যথা সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হয়। বেলেডোনাতে (Belladona) একই রকম মাথাব্যথা আছে। কিন্তু গ্লোনয়িনের(Glonoine) মাথাব্যথা খুবই গুরুতর খুবই গুরুতর। ব্যথা হঠাৎ প্রচন্ড আকার ধারণ করে। কিন্তু খুব শীঘ্রই উপশম হয়। বেলেডোনা এত শীঘ্রই উপশম হয় না। মাথার পিছন দিকে হেলে রাখলে ব্যথা উপশম হয়। গ্লোনিয়নের(Glonoine) মাথায় কাপড় রাখলে রোগীর মাথাব্যথা বাড়ে। রোগী চুপ করে শুয়ে থাকলে ব্যথা একটু উপশম হয়। রোগী অতি সাবধানে নড়াচড়া করে কারণ একটু ঝাকি লাগলে মাথাব্যথা বাড়ে। মাথাব্যথার সাথে না...